স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুর থেকে ১৪ বছর বয়সী এক নাবালিকা ছাত্রী অপহরণ মামলার মূলহোতা মোঃ সাব্বির (২৪) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
বুধবার (২ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে দুর্গাপুর থানার বর্ধনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির পলাশবাড়ি, দুর্গাপুর উপজেলার বাসিন্দা।
জানা যায়, ভিকটিম স্থানীয় বর্ধনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে আসামি সাব্বির তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল। গত ২৪ জুন দুপুর ২টার দিকে স্কুল থেকে ফেরার পথে সহকারী দুই সহযোগীর সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে তুলে আমগাছীর দিকে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ২৮ জুন ভিকটিমের পিতা দুর্গাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরপরই তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে এবং ২ জুলাই মূল আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি