নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৬:৩৬। ২ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে স্বাস্থ্য কার্যক্রম বিষয়ক এনজিও সমন্বয় সভা

জুলাই ৩০, ২০২৫ ৮:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার স্বাস্থ্য কার্যক্রম আরও সুসংহত ও সমন্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন সীমা, ডা. স.ম. বায়েজিদ-উল ইসলাম, ডা. মো. আব্দুর রব সিদ্দিকীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ  চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সভায় ব্র্যাক, বাঁচার আশা সাংস্কৃতিক সংঘসহ জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুক্ত একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিরাও অংশ নেন।

বক্তারা বলেন, গ্রামীণ এলাকাগুলোতে ডেঙ্গু, চর্মরোগসহ নতুন নতুন ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এসব রোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়, সচেতনতা কার্যক্রম এবং দ্রুত তথ্য সরবরাহ অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ  মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিল জান্তা

সিভিল সার্জন ডা. রাজিউল করিম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার স্বাস্থ্যব্যবস্থা আরও গতিশীল হবে। স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা নয়, এটি সচেতনতা, অংশগ্রহণ এবং তথ্যভিত্তিক যোগাযোগের মাধ্যমেও বিস্তৃত হতে পারে।” তিনি জানান, স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রতি তিন মাস অন্তর এ ধরনের সমন্বয় সভার আয়োজন করা হবে।

সভা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সরকারি-বেসরকারি পর্যায়ে যৌথ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ।

আরও পড়ুনঃ  ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

সভায় এনজিও প্রতিনিধিরা স্বাস্থ্যখাতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।