নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৯:৪০। ১৯ জুলাই, ২০২৫।

রাজশাহীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই ১৭, ২০২৫ ৩:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নগরের রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

গ্রেপ্তার দুজন হলেন- জেলার গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার সজল ইসলাম (২২) ও নহরের কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া শান্তিনগর এলাকার তৌফিক আহমেদ ওরফে হৃদয় (২৫)।

আরও পড়ুনঃ  ইউএনওর বদলীতে মান্দা বাসীর চোখে জল

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হেরোইন ব্যবসায় যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।