নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:২৬। ১৫ মে, ২০২৫।

রাজশাহীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

মে ১৪, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ১২টি মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। তার নাম মো. সাব্বির (২৭)। পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে তার বাড়ি। র‌্যাব-৫ বলছে,গ্রেফতার সাব্বির এলাকার একজন সন্ত্রাসী এবং ছিনতাই-চাঁদাবাজ চক্রের মূল হোতা।

আরও পড়ুনঃ  আ. লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে : জামায়াত আমির

মঙ্গলবার সন্ধ্যায় পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকেই সাব্বিরকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি দল। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বাড়িতে ঢুকে নারীর ওপর হামলা: থানায় অভিযোগ দেওয়ায় প্রাণনাশের হুমকি

র‌্যাব জানায়, সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। এসব মামলা নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন। এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।