নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৩:৫৯। ১২ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

সেপ্টেম্বর ১১, ২০২৫ ১০:২৫
Link Copied!

অনলাইন ডেস্ক : বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জেলা পরিষদ মিলনায়তন চত্বরে আয়োজিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙাপরী ডেভলপার্স এ্যান্ড প্রোপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ উজ্জ্বল কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম।

এসময় অতিথিবৃন্দ বরেন্দ্র বনসাই সোসাইটির উজ্জল ভবিষ্যত কামনা করেন। বরেন্দ্র বনসাই সোসাইটি হারিয়ে যাওয়া প্রাচীন গাছগুলো সংরক্ষন করে আসছে এবং প্রকৃতিকে নিজের কাছে রাখার সুন্দর একটি মাধ্যম সৃষ্টি করেছেন।

আরও পড়ুনঃ  ৩৩ বছর পর জাকসু নির্বাচন আগামীকাল

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক নওরোজ আলী মহিম।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বনসাই নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “উত্তরাঞ্চলে এ ধরনের বনসাই প্রদর্শনী দেখা খুবই বিরল। বনসাই আমাদের জীবনে প্রকৃতির কাছে নিয়ে যাবার একটি মাধ্যম এবং সুন্দর করার অভিনব কৌশল। বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি”।

আরও পড়ুনঃ  আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি জনাব খন্দকার মুহাম্মদ আলী বলেন, “আমাদের কার্যক্রম প্রকৃতি নিয়ে, আমরা এ ধরনের প্রদর্শনী করি। প্রদর্শনীতে ২৬ জন শিল্পীদের প্রায় ২৭০ টি বনসাই গাছ স্থান পায়। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে দেশী বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচি, জিলাপী, তেঁতুল, কামিনী, ফাইকাস প্রজাতির মধ্যে বেনজামিনা, রেটুসা, রামফি, গোল্ডেন, ভাইরেন্স এ ছাড়াও বাগান বিলাস, বাওবাব, জেড, ফাইকাস লংআইল্যান্ড, লংআইল্যান্ড, ও থাইচেরী ও রঙ্গনসহ আরও অনেক বনসাই গাছ।

আরও পড়ুনঃ  পাঁচ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। বরেন্দ্র বনসাই সোসাইটি সেক্রেটারী আহ্বান জানান পরিবারের ছেলে মেয়েসহ সকলকে প্রকৃতির সাথে পরিচিত হবার জন্য এবং বনসাই প্রদর্শনীতে আসার জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।