স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুই ল্যাবে বৃহস্পতিবার (২৩ জুলাই) নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১২৪ জনই রাজশাহীর বাসিন্দা। আক্রান্ত অন্যদের মধ্যে পাবনার ১৯ জন ও চাঁপানবাবগঞ্জের একজন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে ১৮৬টি নমুনার রিপোর্ট আসে। এর মধ্যে ৪৪টি পজিটিভ।
আক্রান্তদের মধ্যে ২২ জন রামেক হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগী, ১০ জন পুলিশ হাসপাতালে ভর্তি, ৮ জন রাজশাহী মহানগরীর বাসিন্দা। এছাড়া গোদাগাড়ী উপজেলার দুইজন, বাঘার একজন এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একজন।
এর আগে সন্ধ্যায় রামেকের ল্যাবে ১০০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত করা হয়। রামেকের উপাধ্যক্ষ এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, আক্রান্তদের মধ্যে ৮১ জনের বাড়ি রাজশাহী। বাকি ১৯ জনের মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার ১৮ জন এবং চাটমোহরের একজন।
নতুন শনাক্ত করোনা রোগীদের বিষয়ে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের অবগত করা হয়েছে বলেও জানান রামেকের করোনা ল্যাবের সমন্বয়ক অধ্যাপক ডা. বুলবুল হাসান।
এদিকে, একদিনে নতুন ১২৪ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৫৫৩ জন। এর মধ্যে মারা গেছেন জন এবং করোনামুক্ত হয়েছেন ৭৬৩ জন। নতুন শনাক্ত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এখন কোভিড রোগী ৩১৯ জন এবং পাবনায় ২৩৩ জন।