স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুটি রোববার ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে ৪১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আর রামেক হাসপাতালের ল্যাবে ৬১ জনের নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে হাসপাতালের সাতজন রোগী, চিকিৎসক ও নার্স, টিবি হাসপাতালের একজন রোগী, রামেকের চারজন, র্যাব-৫ এর চারজন, সাতজন পুলিশ সদস্য এবং নগরীর বিভিন্ন এলাকার ২৯ জন ও গোদাগাড়ী উপজেলার সাতজনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, তাদের ল্যাবে ১৮৪টি নমুনার রিপোর্ট হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৩৩টি নমুনার মধ্যে ৩৫টি করোনা পজিটিভ। পাবনার একটি নমুনা পরীক্ষা করলে তার রিপোর্ট হয়েছে নেগেটি। আর নাটোরের ৫০টি নমুনা পরীক্ষা করে ছয়জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে।
রাজশাহীর ৩৫ জনের মধ্যে ১১ জন রামেকের। এছাড়া নগরীর ১০ জন, জেলার বাঘা উপজেলার আটজন এবং দুর্গাপুরের ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোরের ছয়জনের মধ্যে দুজনের বাড়ি সিংড়া উপজেলায়। এছাড়া বাগাতিপাড়া, সদর এবং বড়াইগ্রামের একজন করে ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে।
দুই ল্যাবে রাজশাহীর মোট ৯৬ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১ হাজার ১২ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২২ জন।