স্টাফ রিপোর্টার: রাজশাহী দুটি ল্যাবে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। শনিবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে শনাক্ত হয়েছেন ১৬ জন। আর রামেক হাসপাতালে শনাক্তের সংখ্যা ১৭ জন। রাতে দুই ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীর ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭টি নমুনার করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে।
এদের মধ্যে চারজন রামেক হাসপাতালের রোগী। তিনজন এই হাসপাতালের কর্মী। এছাড়া দুইজন র্যাব সদস্য, পাঁচজন পুলিশ সদস্য, খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের এক রোগী এবং নগরীর দুই এলাকার দুজনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে মোট ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৭১টি নমুনার মধ্যে আটটি করোনা পজিটিভ পাওয়া গেছে। আর নাটোরের ২৩টি নমুনার মধ্যে আটটি নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
রাজশাহীর আটজনের মধ্যে একজনের বাড়ি জেলার পবা উপজেলায়। বাকি সাতজন নমুনা দিয়েছিলেন রামেকে। নাটোরের শনাক্ত আটজনের বাড়ি সদর উপজেলায়।
দুই ল্যাবে রাজশাহীর নতুন ২৫ জন শনাক্ত হওয়ায় জেলা ও মহানগরে মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ৫৬০ জন। এর মধ্যে ৩ হাজার ৩৯ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪০ জন।
নাটোরে মোট আক্রান্তের সংখ্যা এখন ৮৩৫ জন। এ জেলায় ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৫৫৮ জন, মারা গেছেন সাতজন।