স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় জেলা তথ্য অফিস, রাজশাহী এ সমাবেশের আয়োজন করে। নারী সমাবেশে বাগমারা উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা তথ্য অফিস, রাজশাহীর উপপরিচালক নাফেয়ালা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সাবেক এসএমসি সভাপতি প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম, এসএমসি কমিটির এডহক সদস্য মোঃ হাবিবুর রহমান এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোছাঃ নুরুন নাহার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তাগণ তারুণ্যনির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতিগঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণে পলিথিন বর্জন, ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নারী সমাবেশের শুরুতে নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

