স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত রেশম কারখানাগুলোয় কোনরকমের শিশুশ্রম নেই। সেখানে কোন শিশু কাজ করে না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাতীয় মনিটরিং কোর কমিটির সদস্যরা সরেজমিনে কারখানাগুলো পরিদর্শন করে এমন তথ্যই জানিয়েছেন।
সোমবার বিকালে কমিটির সদস্যরা নগরীর সপুরায় লাকি উইভিং সিল্ক ট্রেডার্স, উষা সিল্ক, সপুরা সিল্ক, আধুনিক সিল্ক মিলস, নাদিম সিল্ক ইন্ডাস্ট্রিজ, মেসার্স খাজা আহমেদ ইন্ডাস্ট্রিজ ও রাজশাহী সিল্ক ফ্যাশনসহ অন্যান্য রেশম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা বিলকিস বলেন, আমাদের এই কমিটির মূল লক্ষ্যই ছিল রেশম কারখানাগুলোতে শিশুশ্রম হচ্ছে কিনা সেটা দেখা। আমরা ঘুরে দেখেছি, এখানে কোন শিশুশ্রম নেই। আমরা সরকারের কাছে এখন রিপোর্ট দেব- রাজশাহীর রেশম কারখানা শিশুশ্রম মুক্ত।
মাহবুবা বিলকিসের সঙ্গে কমিটির অন্য তিন সদস্য শিল্প মন্ত্রণালয়ের উপসচিব কাজী ফারুক আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা শামীমা আকতার এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মীর মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে রেশম কারখানা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। পরে তারা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহীর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুঁইয়া, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক এনামুল হক, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার লিটন চন্দ্র দে, শ্রম পরিদর্শক ইমরান হোসেন, শিল্পনগরী বিসিক কর্মকর্তা ওয়ায়েস কুরানী প্রমুখ উপস্থিত ছিলেন।