স্টাফ রির্পোটার : চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট, বাঘা ও দুর্গাপুরের তিন উপজেলার ১৫ ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সর্বশেষ ১৪ টি ইউনিয়নেনে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের ফল পাওয়া গেছে। এ নির্বাচনে আওয়ামী লীগের ১০ জন ও স্বতন্ত্র ৪ জন প্রার্থী জয়লাভ করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে একটা বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রতিনিধিরা জানান বাঘার তিনটি ইউনিয়নের মধ্যে দু’টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। এগুলো হলো- আড়ানী ইউনিয়নে রফিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়নে ডিএম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান। এছাড়া বাউসা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ তুফান জয়ী হয়েছেন।
দুর্গাপুরের ৬টি ইউনিয়নের মধ্যে চারটি আওয়ামী লীগের প্রার্থী ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- কিশমতগৈনকোড় ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, পানানগরে আজাহার আলী খাঁ, ঝালুকায় আকতার আলী ও জয়নগরে মিজানুর রহমান। এছাড়া স্বতন্ত্র বিজয়ীরা হলেন- নওপাড়া ইউনিয়নে শফিকুল আলম ও দেলুয়াবাড়িতে রিয়াজুল ইসলাম রেন্টু।
অন্যদিকে, চারঘাটের ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের চারটি ও একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন, চারঘাট সদর ইউনিয়নে ফজলুল হক, ভায়ালক্ষিপুরে আব্দুল মজিদ প্রামানিক, সরদহ ইউনিয়নে হাসানুজ্জামান মধু, শলুয়ায় আবুল কালাম আজাদ। এছাড়া ইউসুফপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম মাখন বিজয়ী হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যান্ত নিমপাড়া ইউনিয়নের ফলাফল পাওয়া যায়নি।বাঘা প্রতিনিধি জানায়, উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় বিভিন্ন সূত্রের তথ্যের ভিক্তিতে জানা গেছে, ৩টি ইউনিয়নের মধ্যে আড়ানী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা) ৪ হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন (আনারস) পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট। ব্যবধান হয়েছে ১ হাজার ৪৯৮ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩০ জন।
বাউসা ইউনিয়নে নুর মোহাম্মদ তুফান (মোটরসাইকেল) পেয়েছেন ৮ হাজার ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন পলাশ (আনারস) ভোট পেয়েছেন ৫ হাজার ৪৮১ ভোট। ব্যবধান হয়েছে ২ হাজার ৬৮৪ ভোট। আওয়ামীলীগের প্রার্থী শফিকুর রহমান শফিক (নৌকা) ভোট পেয়েছেন ৫ হাজার ৪২৮ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন।
চকরাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ডিএম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান (নৌকা) ৪ হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল আযম (আনারস) ৩ হাজার ১০১ ভোট পেয়েছেন। ব্যবধান হয়েছে ৯৯০ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৩৩ জন।
বাঘা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মুজিবুল আলম বলেন, ৩টি ইউনিয়নে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।