নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:৪১। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহী কালেক্টরেট ক্লাব নির্বাচনে সভাপতি হলেন মিজানুর, সম্পাদক আলমাস

সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১২:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী কালেক্টরেট ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আলমাস হোসেন জয়ী হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরির মিনি সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৯৯.৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘদিন পর নির্বাচনের আয়োজন হওয়ায় সদস্যদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন ক্লাবের সদস্যরা। সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় আনন্দ প্রকাশ করেন অনেকে।

আরও পড়ুনঃ  তাহসান-সৃজিতকে নিয়ে ‘না বলা কথা’ শোনাবেন মিথিলা

সভাপতি পদে মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মিজানুর রহমান ১০৬ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সভাপতি পদে ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম জাকারিয়া। সাধারণ সম্পাদক পদে আলমাস হোসেন ৭৭ ভোটে জয়ী হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ৬৯ ভোট পাওয়া প্রার্থী। কোষাধ্যক্ষ পদে সাকিবুল ইসলাম বিপুল ভোটে (১৪৬ ভোট) জয়লাভ করেন। নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কিরণ চন্দ্র ফরাস ৭৮ ভোটে বিজয়ী হন।

ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন সুরুজ জামান (৫৯ ভোট)। সাংগঠনিক সম্পাদক পদে মুসাব্বির হোসেন ১১০ ভোট পান। মহিলা বিষয়ক সম্পাদক পদে শহিদা আক্তার ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া

এ ছাড়া সদস্য পদে জয়লাভ করেছেন— রিপন হোসেন, রাজু সরকার, সাইফুল ইসলাম সনেট, জাকির হোসেন শাকিল, মতিউর রহমান, সুমন কুমার ও আতাউর রহমান।

ফলাফল ঘোষণার পর ক্লাব চত্বরে নির্বাচিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান সদস্যরা। অনেকে ড্রাম বাজিয়ে ও শ্লোগান দিয়ে বিজয়ীদের অভ্যর্থনা জানান।

ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ করিম বলেন,“গণতান্ত্রিক পরিবেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতি এবং উৎসাহ আমাদের ক্লাবের ঐক্য ও সুনামের প্রতিফলন। আশা করি নতুন নেতৃত্ব সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুনঃ  ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোই’র আঘাতে নিহত ২৬, নিখোঁজ ১৪

নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান বলেন,“আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে সদস্যরা নির্বাচিত করেছেন, আমি কৃতজ্ঞ। এই আস্থার প্রতিদান দিতে আমি ক্লাবের উন্নয়ন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করবো। আমাদের লক্ষ্য থাকবে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং ক্লাবকে একটি প্রাণবন্ত মিলনস্থল হিসেবে গড়ে তোলা।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমাস হোসেন বলেন,“কালেক্টরেট ক্লাবকে আরও কার্যকরী ও প্রাণবন্ত করে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সদস্যদের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ক্লাবকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।