অনলাইন ডেস্ক : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সভাপতি ও রাজশাহী জেলা প্রশাসককে বরণ করেছে নির্বাহী পরিষদ। মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের হলরুমে নির্বাহী পরিষদের সভায় বরণ করা হয়।
এর আগে নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও সভাপতি আব্দুল জলিল। এসময় জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিলকে সংস্থার পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা স্বাস্থবিধি মেনে আন্তরিক অভিনন্দন জানিয়ে কুরআন তেলয়াতের মধ্য দিয়ে বরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনুর পরিচালনায় সভা শুরু হয়।
নবাগত সভাপতি বলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নের স্বার্থে আমাদের এক সঙ্গে কাজ করে যেতে হবে। খেলাধুলাই আমাদের মুল বিষয় কাজেই পিছু হটলে চলবেনা।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুহাম্মদ শরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, ডাবলু সরকার, লিয়াকত আলী, ইমতিয়াজ আহম্মেদ শামসুল হুদা, যুগ্ম-সম্পাদক (প্রশাসন) খায়রুল আলম ফরহাদ, যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) রেজাউল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ সিরাজুর রহমান খান, নিবার্হী সদস্য মাহমুদ জামাল, মীর তৌফিক আলী ভাদু, মোস্তাক হোসেন, এ এস এম ওমর শরীফ রাজীব, শেখ আনসারুল হক খিচ্চু, রমজান আলী, গোলাম রাব্বানী আজাদ, এস এম আরিফ রতন, সরিফুর রহমান নুরুল হক, রইস উদ্দিন আহম্মেদ বাবু, মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য জাহাঙ্গীর হোসেন, রাফিকা খানম ছবি প্রমুখ ।