স্টাফ রির্পোটার : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ২০২১-২৫ চার বছরের মেয়াদের নির্বাচনের তারিখ ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২৬টি পদের বিপরীতে কোন প্রতিদন্দী প্রার্থী না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার মোঃ আবু আসলাম বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের আদর্শ গঠনতন্ত্রের ২৬.৮ অনুচ্ছেদ অনুযায়ী ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটির প্রজ্ঞাপন জারী করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী এই কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবেন। কমিটির কর্মকর্তা ও সদস্যগন হলেন যথাক্রমে সভাপতি জেলা প্রশাসক, রাজশাহী ও সহ-সভাপতি পুলিশ সুপার, রাজশাহী পদাধিকার বলে। পুলিশ কমিশনার মনোনীত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সহ-সভাপতি ও জেলা প্রশাসক কর্তৃক মনোনীত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সহ-সভাপতি ।
এছাড়াও বিনা প্রতিদন্দীতায় সহ-সভাপতি পদে মোঃ মাহফুজুল আলম লোটন, মোঃ ডাবলু সরকার, মোঃ মোস্তাক হোসেন,মোঃ রমজান আলী, সাধারন সম্পাদক পদে মোঃ ওয়াহেদুন নবী অনু , অতিরিক্ত সাধারন সম্পাদক পদ্ েমোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক পদে নাজমীর আহমেদ আমান, রাসেল জামান, কোষাধ্যক্ষ পদে মোঃ জিয়া হাসান আজাদ হিমেল ও নির্বাহী সদস্য পদে মীর তৌফিক আলী ভাদু, মোঃ রেজাউল ইসলাম বাবুল, মোঃ সিরাজুর রহমান খান, আলী আফতাব তপন, শেখ আনসারুল হক খিচ্চু, মোঃ আব্দুস সোহেল, মোঃ মুকিতুজ্জামান জুরাত, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ তৌরিদ আল মাসুদ রনি, মোঃ আব্দুল মোমিন, শিরাজী ইমরুল হাসনাইন, মোঃ রোকনুজ্জামান, মোঃ মোঃ মামুনার রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার কোটা থেকে মোঃ আকবর আলী , মোঃ একরামুল হক , মহিলা কোটা থেকে রাফিকা খানুম ছবি ও মমতাজ মহল নির্বাচতি হয়েছেন।