নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:১৯। ১২ অক্টোবর, ২০২৫।

রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের হিমাগারে কিশোরীসহ তিনজনকে নির্যাতন

অক্টোবর ৭, ২০২৫ ২:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী, কিশোরী ও নারীকে আটকে রেখে নির্মম নির্যাতন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী নগরের উপকণ্ঠ বায়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজন এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়রা একটি কক্ষে হিমাগারের দুই কর্মচারীকে আটকে রেখেছেন। এছাড়া অফিস কক্ষে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আরটিজেএ’র মানববন্ধন

এদিকে আহত অবস্থায় মেডিকেল কলেজের শিক্ষার্থী, ১৩ বছর বয়সী এক কিশোরী ও এক নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মেডিকেল শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

আহত কিশোরী জানিয়েছেন, আলপিন দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত

এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা হিমাগারটি ঘিরে রেখেছেন। এ নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত উত্তেজনা ছিল। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত আটক করে নিয়ে যাওয়ার দাবি জানাচ্ছেন। তবে হামলার আশঙ্কায় পুলিশ তাদের বের করছেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।