স্টাফ রির্পোটার : রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান,জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তানোর থানা ৪ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ১ জন, বাঘা থানা ৪৯ জনকে আটক করে। যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ২০ জনকে মাদকদ্রব্যসহ ৩২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।
এদিকে,তানোর থানা পুলিশ ১নং মোঃ মোজাম্মেল হক ওরফে কাজল(৩৫) কে ৫গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ শ্রী সদন্দ কুমার হাওলাদার(৪০), ইদ্রিস আলী @ তুহিন(৩৬), সাদ্দাম হোসেন(৩০), বিদ্যুৎ(২২), ৫নং মোঃ সুজন মন্ডল(২৯), আসকান(৩৫), মিজানুর রহমান খোকন(২২), জসিম উদ্দিন @ নান্নু(৩৮), আলতাব হোসেন(৩৬), সেলিম উদ্দিন(৪২), শাহিনুর রহমান(৩৩), লালু(৩২), জহুরুল ইসলাম গপ্পি(৪৫), সবুজ সরকার(৩২), বাপ্পি মন্ডল(২৪), কৌশিক হাসান(২৬), রন মালিথা(১৯), বিপ্লব হোসেন(২০) এবং রিন্টু(২২) কে ৩লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।