স্টাফ রির্পোটার : রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান,জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ১ জন, বাঘা থানা ১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ৩ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়।
এদিকে,বাগমারা থানা পুলিশ আনোয়ার হোসেন(২২), রাকিব প্রাং(২৭) ও কাফি মোল্লা(২০) কে ৯৫গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।