নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৮:৫৬। ২৬ আগস্ট, ২০২৫।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

আগস্ট ২৫, ২০২৫ ৯:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় সদস্যদের সম্মতিক্রমে আরটিজেএ’র সংশোধিত গঠনতন্ত্র পাস করা হয়। সভায় জানানো হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন টেলিভিশনে কর্মরত ৮ জনকে আরটিজেএ’র সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় জুলাই আন্দোলনে শহীদ রায়হানের কবর জিয়ারত

পরে সাংগঠনিক আলোচনা শেষে নির্বাহী কমিটি ভেঙে দেয়া হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামলকে আহ্বায়ক ও যমুনা টিভির জাবীদ অপুকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ব্রিজের পাশে পড়েছিল যুবকের লাশ

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-জিটিভির রাশেদ রিপন, স্টার নিউজের জিয়াউল গনি সেলিম, ইন্ডিপেনডেন্ট টিভির মোস্তাফিজুর রহমান রাসেল, এখন টিভির রাকিবুল হাসান রাজীব ও চ্যানেল টোয়েন্টিফোরের আখতারুজ্জামান লেলিন।

আরও পড়ুনঃ  দুর্নীতিমুক্ত বাগমারা গড়ার প্রত্যয় বিএনপির নেতা পিতা-পুত্রের

এই আহ্বায়ক কমিটি নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।