স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জের ৬৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আনসার ভিডিপি রাজশাহী রেঞ্জের পরিচালক শাহ্ আহম্মেদ ফজলে রাব্বি জানান, গত শুক্রবার থেকে রাজশাহী রেঞ্জের ৬৭টি উপজেলার ইউএনওদের নিরাপত্তায় চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এই আনসার সদস্যরা ইউএনও’র অফিস ও বাসভবনে তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এর উপর হামলার পর সরকার সারা দেশের সকল উপজেলার নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় বাসভবনসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেন।
আমাদের তানোর প্রতিনিধি জানান, তানোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর নিরাপত্তায় চারজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সরকারি নির্দেশে সশস্ত্র আনসার সদস্যরা তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনসহ সার্বক্ষণিক তার নিরাপত্তার জন্য নিয়জিত রয়েছেন।
তানোর উপজেলা (ভারপ্রাপ্ত) আনসার ও ভিডিপি অফিসার মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশে রাজশাহী জেলা কার্যালয় থেকে সশস্ত্র আনসার সদস্যরা এসে ইউএনও’র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে দায়িত্ব পালন শুরু করেছেন।
উল্লেখ্য, দুর্বৃত্তের হামলায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম গুরুতর আহত হন। এঘটনার পর সরকার উপজেলার নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় বাসভবনসহ সার্বক্ষনিক নিরাপত্তার জন্য সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেন।
7