স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের নাটোরে মারা যান তিনি। এ দিন বিভাগে নতুন ৪৭ জন রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৪৯ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগে এখন মৃতের সংখ্যা বেড়ে ৩০৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ১৮৬ জন মারা গেছেন।
এছাড়া বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ৪৪ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জন মারা গেছেন।
রোববার নতুন শনাক্ত হওয়া ৪৭ জনের মধ্যে রাজশাহীতে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, নাটোরে পাঁচজন, বগুড়ায় ২২ জন, সিরাজগঞ্জে দুইজন এবং পাবনায় ১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
সুস্থ হওয়া ৪৯ জনের মধ্যে ২৫ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে সাতজন, নওগাঁয় দুইজন, নাটোরে ১৩ জন এবং জয়পুরহাটে দুইজন করোনা জয় করেছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৯৪ জন। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৪৫ জন। বিভাগের আট জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪১৮ জন।