স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে একদিনে সাম্প্রতিককালে সর্বনিম্ন ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার বিভাগের পাঁচ জেলায় তারা শনাক্ত হন।
এর মধ্যে রাজশাহীতে পাঁচজন, নওগাঁয় দুইজন, জয়পুরহাটে সাতজন, বগুড়ায় নয়জন এবং সিরাজগঞ্জে একজন শনাক্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় নতুন রোগী শনাক্ত হয়নি।
শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিভাগে ৯১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে বিভাগের রাজশাহীতে ১৫ জন, নওগাঁয় একজন, বগুড়ায় ১৯ জন এবং সিরাজগঞ্জে ৫৬ জন করোনা জয় করেছেন।
শুক্রবার বিভাগে নতুন কোন রোগীর মৃত্যু হয়নি। বিভাগে এখন মোট মৃতের সংখ্যা ৩০৭ জন। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ১৮৬ জন মারা গেছেন। এছাড়া বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ৪৪ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে ১০ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জন মারা গেছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১২৪ জন। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ২২৮ জন। বিভাগের আট জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪০৪ জন।