স্টাফ রির্পোটার : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬ জন। আর নতুনভাবে সুস্থ হয়েছে মোট ৩৩ জন। বৃহস্পতিবার একই সময়ে আক্রান্ত হয়ে দুই রোগী মারা যায়। কিন্তু শুক্রবার (১১ ডিসেম্বর) কোনো রোগী মারা যায়নি।
শুক্রবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২৪৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৫৩ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন। ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৩ নাটোর ৫ জন, জয়পুরহাট ৩ জন, বগুড়া ২১ জন, সিরাজগঞ্জ ১২ জন, পাবনায় ১২ জন, এদিকে চাঁপাইনবাগঞ্জ ও নাটোরে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি ।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ১৯৫ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৬৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৮ জন, নওগাঁয় ১ হাজার ৪৭০ জন, নাটোরে ১ হাজার ১৬০ জন, জয়পুরহাটে ১ হাজার ২৩১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪৫৭ জন ও পাবনায় ১ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৫১ জন। এর মধ্যে রাজশাহীতে ৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৮ জন, বগুড়ায় ২১৪ জন, সিরাজগঞ্জে ১৬ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১ হাজার ২৪৭ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ২৮১, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৩৫৯ জন, নাটোরে ৯৮১ জন, জয়পুরহাটে ১ হাজার ১৭৭ জন, বগুড়ায় ৮ হাজার ২৮৭ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১৪৩ জন ও পাবনায় ১ হাজার ২২৭ জন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩