স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৯ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ বুধবার (১৫ জুলাই) বিভাগের সিরাজগঞ্জ জেলায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৭৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ১৫, নওগাঁয় ১১, নাটোরে ১, সিরাজগঞ্জে ১০ এবং পাবনায় ৯ জন করে মারা গেছেন।
বুধবার নতুন ১৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬০ জনই রাজশাহীর বাসিন্দা। এর বাইরে বগুড়ায় ৪৫ জন, নওগাঁয় ৪১ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ১ জন, পাবনায় ১৩ জন এবং সিরাজগঞ্জে ৩৩ জন শনাক্ত হয়েছেন।
বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৯ হাজার ২৯১ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ৩ হাজার ৯২৩ জন, রাজশাহীতে ১ হাজার ৯২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ২২৭, নওগাঁয় ৭৩৭, নাটোরে ৩০৬, জয়পুরহাটে ৫৯৮, সিরাজগঞ্জে ৯৫২ এবং পাবনায় ৬২৭ জন শনাক্ত হয়েছেন।
বুধবার করোনামুক্ত হয়েছেন ১১৬ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৮ জন, বগুড়ার ৭১ জন এবং পাবনার ১২ জন সুস্থ হয়েছেন।
গোটা বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৬৩ জন। এর মধ্যে রাজশাহীর ৩৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জন, নওগাঁর ৫১৬ জন, নাটোরের ১০৯ জন, জয়পুরহাটের ১৮২ জন, বগুড়ার ১ হাজার ৯৭৪ জন, সিরাজগঞ্জের ১৫৬ জন এবং পাবনার ২৫৫ জন করোনামুক্ত হয়েছেন।