স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে বিভাগে নতুন ৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রোববার বিভাগে শনাক্ত হওয়া নতুন ৮৫ জনের মধ্যে ৩৬ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীতে ১০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নাটোরে ২৩ জন এবং সিরাজগঞ্জে পাঁচজন শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৪২৩ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৯৪৯ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৬৬০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭২৮ জন, নওগাঁয় এক হাজার ১৮১ জন, নাটোরে ৮৯১, জয়পুরহাটে ৯৭৯, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯১ জন এবং পাবনায় এক হাজার ৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগে এ পর্যন্ত করোনায় ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৬০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে ছয়জন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
রোববার বিভাগে সুস্থ হয়েছেন ২৩০ জন করোনা রোগী। এর মধ্যে ১১০ জনের বাড়ি সিরাজগঞ্জ। এছাড়া রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৮ জন, নওগাঁর ১৬ জন, নাটোরের ১০ জন, বগুড়ার ৩১ জন এবং পাবনায় ১৭ জন করোনা জয় করেছেন।
বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ১০৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৪১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬৯ জন, নওগাঁর এক হাজার ৬৪ জন, নাটোরের ৬৭৫ জন, জয়পুরহাটের ২২৯ জন, বগুড়ার ৫ হাজার ৯১৪ জন, সিরাজগঞ্জের এক হাজার ৩২৩ জন এবং পাবনার ৯২০ জন করোনামুক্ত হয়েছেন।