স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব। এই দুয়ে রোধ করা সম্ভব করোনা। তবে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই দুয়ের চিত্র ভিন্ন। স্টেশনের ট্যানেল (জীবাণুনাশ স্প্রে গেট) তুলে দেওয়া হয়েছে আগেই। স্টেশনে ইন (প্রবেশ) ও আউট (বাহির) একই গেটে। কাউন্টারে টিকিট বিক্রি করা না হলেও ভোগান্তি যোগ করেছে অনলাইন। অনেক টিকিট প্রত্যাশী যাত্রী বোঝে না অনলাইন কী? অনলাইনে ট্রেনের টিকিট করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকেই এমন অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজশাহী থেকে খুলনাগামী কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনের কয়েকজন যাত্রীর সাথে কথা হলে এসব তথ্য উঠে আসে। যদিও কর্তৃপক্ষের দাবি করোনা সংক্রমণরোধে তারা সচেতন রয়েছেন। সরেজমিনে দেখা যায়, স্টেশনের মূল ফটকের দুটি গেটের মধ্যে একটি খোলা রাখা হয়েছে। সেই গেটের ভেতরে ঢুকতে অনেকেই জটলা করতে দেখা গেছে। গেটের সামনে রেলের নিরাপত্তা কর্মীদের চেয়ার পেতে বসে থাকতে দেখা গেছে। আর যাত্রীদের যাওয়া আসা করতে হচ্ছে একই গেট দিয়ে। এছাড়া স্টেশনের প্রবেশ গেটের ট্যানেল (জীবাণুনাশ স্প্রে গেট) তুলে দেওয়া হয়েছে।
দর্শনার আশরাফুল ইসলাম (৪৮) জানান, সবাই একই গেট দিয়ে প্রবেশ করছে ও বেরিয়ে যাচ্ছে। শুধু একটু কড়াকড়ি করা হয়েছে টিকিট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরের পরিবেশ অন্য সময়ের মতোই।
চুয়াঙ্গার লিয়াকত আলী (৬৮) জানান, অনলাইন শুনেছি। তবে বুঝি না। অনেলাইনে টিকিট কাটতে দোকানে গিয়ে ফিরে এসেছিলাম। পরে ট্রেনের টিকিট ছেলে কেটে দিয়েছে।
তিনি জানান, স্টেশনে ডুকে বুঝতে পারছিলাম না নিজের সাথে নিয়ে আসা টিকিটের অনলাইন কপি দেখে। একজনকে দেখালাম। সে এই বহিতে ‘ঙ’ তুলে দিলো। পরে টিকিট চেকার বলে, চাচা আপনার সিট ‘ঘ’ বগিতে আছে। তরে সেখান থেকে ‘ঘ’ বগিতে চলে আসলাম।
শাপলা খাতুন জানান, করোনার সংক্রমণরোধে রেলের এমন সিদ্ধান্ত ভালো। তবে স্টেশনে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কাউকে মানতে দেখা যাচ্ছে না। স্টেশনে প্রবেশ ও বাহিরের গেটে আলাদা করা দরকার। এতে করে সংক্রমণের ঝুঁকি অনেক অংশে কমে যাবে।
এবিষয়ে পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, ‘অনলাইনে টিকিট বিক্রি সরকারের সিদ্ধান্ত।’ স্টেশনের একই গেটে প্রবেশ-বাহিরের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেন নি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩