নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৯:৩৫। ৭ আগস্ট, ২০২৫।

রাজশাহী শিক্ষা বোর্ডের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৫ ৪:১৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে আজ ০৫ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ৯টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ, সি এন্ড বি মোড়, রাজশাহীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ কমিটির আহবায়ক রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন। আরও বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ এর তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আমিরুল মোমিন হত্যা মামলার আসামি গ্রেফতার

পরে বাদ আসর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষা বোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম মো: রহমাতুল্লাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।