নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ১০:২৩। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাবিতে ‘জুলাই-২৪ কর্নার’ উদ্বোধন

জুলাই ২৫, ২০২৫ ৬:৩৯
Link Copied!

রাবি প্রতিনিধি : জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ঐতিহাসিক উদ্দীপনাকে স্মরণীয় করে রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গ্রন্থাগারে ‘জুলাই-২৪ কর্নার’ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব কর্নারটির উদ্বােধন করেন।

এ সময় অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, এই কর্নার জুলাই অভ্যুত্থানে ছাত্ররা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এবং রক্ত দিয়ে যে প্রতিরোধের ইতিহাস লিখেছিল তার সাক্ষ্য বহন করবে। পাশাপাশি কিভাবে ফ্যাসিবাদের দোসর, রাষ্ট্রীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এক শক্তিমান ছাত্রসমাজ এই স্মারক পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরবে।

আরও পড়ুনঃ  বিমান বিধ্বস্তের ঘটনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মো. হাবিবুল ইসলাম।

আরও পড়ুনঃ  দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।