স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের নবনিযুক্ত প্রশাসক ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান মঙ্গলবার তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন। বিদায়ী প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কর্মকার তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় রাবি প্রক্টর প্রফেসর লুৎফর রহমান ও বিভিন্ন বিভাগের শিক্ষকসহ জনসংযোগ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক বিদায়ী প্রশাসককে জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
ড. মো. আজিজুর রহমান ২০১০ সালে রাবির ফার্মেসী বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি রাবির ফার্মেসী বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছিলেন।
উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে ২০১৭ সালে মাইক্রোবিয়াল ডিজিজেজ বিষয়ে পিএইডি ডিগ্রি অর্জন করেন। পত্রিকায় স্বাস্থ্য ও ওষুধ বিষয়ে নিয়মিত লেখালেখি করেন ড. মো. আজিজুর রহমান।