নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। ভোর ৫:২৩। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাবির প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ফের পেছাল

জুলাই ২৪, ২০২৫ ৪:৪৭
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ফের পিছিয়েছে। আগামী ১৭ আগস্ট থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় ইউনিটগুলোর সাবজেক্ট চয়েস গ্রহণ, ভর্তির শেষ সময় এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ভর্তি কার্যক্রম চলবে ৭ আগস্ট পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ১৭ আগস্ট থেকে।

আরও পড়ুনঃ  একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

এর আগে প্রথম দফায় ১ জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩ আগস্ট নির্ধারণ করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।