স্টাফ রিপোর্টার: ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ লিমনকে জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কমিটি থেকেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত লিমন এই কমিটির যুগ্ন আহ্বায়ক হিসেবে ছিলেন। মাদক ব্যবসায় যুক্ত থাকার কারণে গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করেছে সংগঠনটি।
শুক্রবার জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কুদ্দুস টেবলু, যুগ্ন আহ্বায়ক নাসিম ও যুগ্ন আহ্বায়ক সোহেল বাবুর গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে লিমনকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
এর আগে নাসির উদ্দীন আহমেদ লিমনকে সাময়িকভাবে বরখাস্ত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে রাবির গণিত বিভাগের ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলো। মাদক নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কারণে সেখান থেকেও তাকে বহিষ্কার করা হয়।
গত ২৭ জুলাই রাজশাহীর দামকুড়া থানার আন্ধারকোঠা সাকিন এলাকা থেকে দুই সঙ্গীসহ রাবির গণিত বিভাগের ল্যাব সহকারী নাসির উদ্দিন আহমেদ লিমনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় ১২ বোতল ফেনসিডিল। মামলার এজাহারে উল্লেখ আছে, নাসির উদ্দিন লিমন ভারত থেকে ফেনসিডিল আমদানি করে তিনি বিক্রি করেন। ফেনসিডিলসহ আটকের সময় ওই তিনজন স্বীকার করেছিলেন, তারা ভারত থেকে দীর্ঘদিন ধরেই ফেনসিডিল আমদানি করে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন।