নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ৮:৩৯। ১ সেপ্টেম্বর, ২০২৫।

রাবি সফরে ভারতের ন্যাশনাল ল ইউনিভার্সিটির প্রতিনিধিদল

সেপ্টেম্বর ১২, ২০২৩ ৯:৫০
Link Copied!

স্টাফ রিপোর্টার: ভারতের ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটির (এনএলআইইউ) আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের অধিকর্তা ঘাইয়ুম আলমের নেতৃত্বে তিন সদস্যদের এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করছেন। এসময় তাঁরা রাবির আইন বিভাগ পরিদর্শন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তাঁরা আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল হান্নানের সাথেও সৌজন্য সাক্ষাত করেন।

আরও পড়ুনঃ  খেলাফত মজলিস রাজশাহী বিভাগের সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা

প্রতিনিধিদলটি মঙ্গলবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানে আইন ও সংশ্লিষ্ট বিষয়সমূহে শিক্ষা ও গবেষণা সম্পর্কে আলোচনাসহ উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় করেন। শীঘ্রই এই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা সম্পর্কেও তাঁরা একমত হন।

আরও পড়ুনঃ  বাগমারায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা ও কুইজ প্রতিযোগিতা

আলোচনাকালে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল হান্নান, আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস্ মুহা. গালিবসহ আইন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ভুট্টা খেতে পড়ে ছিল বৃদ্ধার লাশ, ফিরোজ গ্রেফতার

পরে উপ-উপাচার্য (শিক্ষা) প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন। এনএলআইইউ এর প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন লিগ্যাল এইড ক্লিনিকের স্টুডেন্ট কনভেনর পায়েল দুবে ও স্টুডেন্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট শিভানস বিশ্বকর্মা। প্রতিনিধিদলটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও বরেন্দ্র গবেষণা জাদুঘর ও বাংলাদেশ পুলিশ একাডেমিও পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।