স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৪ জন দালালকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ১৪ জন হলেন- নাইম হোসেন (৩২), প্রষাদ দাস (২৪), মো. নিমু (২৩), মো. রকি (২০), সাইদুল ইসলাম (৫৫), সামিউল ইসলাম (২৫), রুপালী ইয়াসমিন (৩৬), ইউসুফ আলী (৪০) পলান মিয়া (৩৬), সোহেল রানা (২৬), গৌতম কুমার ঘোষ (৩১), ফারজানা ইয়াসমিন (২৫) এবং পলি খাতুন (৪০)। নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের দালাল হিসেবে কাজ করেন।
রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগিদের ফুসলিয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।