স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর ল্যাবে শুক্রবার (২৮ আগস্ট) একদিনে মাত্র তিনজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ল্যাবে শুক্রবার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী এবং একজন পুলিশ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। বাকি ৫১টি নমুনা করোনা নেগেটিভ।
রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে একদিনে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। দুই শিফটের নমুনা পরীক্ষা করা হলে ল্যাবটিতে ৪০ থেকে ৮০ জন পর্যন্ত আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আর এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করা হলেও অন্তত ৩০টি নমুনা করোনা পজিটিভ বলে সাম্প্রতিক সময়ে পাওয়া গেছে। তবে শুক্রবার ৫৪টি নমুনা পরীক্ষা করে মাত্র তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।