স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে ‘মারামারির’ ঘটনার তদন্ত চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের ঘটন করে দেয়া তিন সদস্যের তদন্ত কমিটি এই তদন্ত করছে বলে জানা গেছে।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান বেলাল উদ্দিনকে প্রধান করে এই তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল হান্নানকে। আর সদস্য হিসেবে আছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক।
রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাঁচ কার্যদিবসের মধ্যে হাসপাতালের পরিচালকের কাছে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার হাসপাতালে পারুল বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। চিকিৎসকের গায়ে হাত তোলার অভিযোগে ওই নারীর ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রাজপাড়া থানায় একটি মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেদিন বিকেলে আদালত থেকে জামিন নিয়ে রাকিবুল ইসলাম নামের ওই ব্যক্তি মায়ের দাফনের কাজে অংশ নেন।
মৃত নারীর স্বজনদের অভিযোগ, কোমরের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে হার্ট অ্যাটাকে মায়ের মৃত্যু হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের অনেক ডাকাডাকি করলেও কেউ চিকিৎসা করেনি। উল্টো এর প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিৎসকরা নিহতের ছেলে রাকিবুলকে মারধর করেছেন। বাধা দিতে গেলে তার মুক্তিযোদ্ধা বাবা ইসহাক আলীকেও মারধর করেন ইন্টার্ন চিকিৎসকরা।