নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৯:১৬। ৭ জুলাই, ২০২৫।

রামেক হাসপাতাল থেকে নবজাতক চুরির মামলায় দম্পতির কারাদণ্ড

এপ্রিল ৫, ২০২৩ ৩:৪৭
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হাসপাতাল থেকে দুই দিন বয়সী নবজাতককে চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মানবপাচার ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দিন এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর তালাইমারী পানির ট্যাংকি এলাকার বাসিন্দা সজিব আহমেদ (২৯) ও তাঁর স্ত্রী মৌসুমি বেগম (২৬)। আদালত মৌসুমিকে ১০ বছর এবং সজিবকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া দুজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুনঃ  রাবিতে শিক্ষার্থীদের বাঁধায় রক্ষা পেল দুটি গাছ

রায় ঘোষণার সময় নিঃসন্তান এই দম্পতি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি প্রসব বেদনা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন স্মৃতি রানী নামের এক নারী। তার বাড়ি নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা। হাসপাতালে ভর্তির পর রাতেই সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর তিনি হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার

পরদিন ২১ জানুয়ারি সকালে মৌসুমি গিয়ে শিশুটিকে আদর করেন। পরের দিন ২২ জানুয়ারি সকালে তিনি আবার যান। তখন বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন স্মৃতি রানী। এই ফাঁকে ওই মৌসুমি তার সন্তানকে নিয়ে পালিয়ে যান। পরে নবজাতক চুরির বিষয়টি জানাজানি হলে হুলস্থুল শুরু হয়। এর ২৭ ঘণ্টা পর বাচ্চাটিকে মৌসুমির কাছ থেকে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল

আইনজীবী শফিকুল ইসলাম আরও জানান, নবজাতক উদ্ধারের পর স্মৃতি রানীর স্বামী মাসুম রবিদাস বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মানবপাচার আইনে এই দম্পত্তির বিরুদ্ধে একটি মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার এ মামলারই রায় ঘোষণা করা হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।