স্টাফ রির্পোটার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল রোগি কল্যাণ সমিতিকে ৫০ হাজার টাকা ও শীতবস্ত্র দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে রামেক হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ৫০ হাজার টাকা, ৫০টি কম্বল ও ৭৫টি সোয়েটার দেওয়া হয়। এসময় শাহীন আকতার রেণী জানান, তার পরিবারের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হলো।
এসময় উপস্থিত ছিলেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াজদিন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ, রামেক হাসপাতালের সামাজসেবা অফিসার রবিউল করিম প্রমূখ।