অনলাইন ডেস্ক : দিন কয়েক আগেই শোনা যায়, প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। এ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই নেটিজেনদের নজর কাড়ল রাশমিকার আঙুলে থাকা একটি আংটি; যা কৌতূহল বাড়িয়েছে ভক্তদের।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল ভিডিও পোস্ট করেন রাশমিকা। সেখানে দেখা যায়, পোষা কুকুরের সঙ্গে খেলছেন তিনি। তবে ভক্তদের নজর ছিল মূলত তার অনামিকার চকচকে আংটির দিকেই। অনেকেই মনে করছেন, এটি তাদের বাগদানের আংটি।
ভারতীয় সংবাদমাধ্যমে ইতোমধ্যে রাশমিকা ও বিজইয়ের আংটি বদলের খবর প্রকাশ করেছে। এটাও জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে তাদের। যদিও দুই তারকার কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি।
তবে প্রশ্ন, সত্যিই কি আংটিবদল সেরে ফেলেছেন রাশমিকা-বিজয়, নাকি শুধুই গুঞ্জন? যদিও এটির উত্তর নির্ভর করছে তাদের স্বীকারোক্তির ওপর।