নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। ভোর ৫:২৫। ১৬ মে, ২০২৫।

রাসিকের জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

মে ১৫, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং (এওঝ নধংবফ ঊচও ড়হষরহব সরপৎড়ঢ়ষধহহরহম) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) নগর ভবন সরিৎ দত্তগুপ্ত সভা কক্ষে তৃতীয় ব্যাচের শেষ দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আন্তরিকতার সাথে যথাযথভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  একাত্তরে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে : মাহফুজ আলম

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ রুমানা আফরোজ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউল রহমান মিল্টন, ইউনিসেফের ইভিএলএমআইএস কনসালটেন্ট মারুফ কবির মৃধা, ডাব্লিউএইচও এর ডিসি ডাঃ মোঃ কামরুজ্জামান।

আরও পড়ুনঃ  আজও ঢাকার দুই স্থানে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

কর্মসূচির উপর স্বাগত বক্তব্য ও কার্যক্রমে ভূমিকা পাওয়া পয়েন্টে উপস্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের ফুড এ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক।

আরও পড়ুনঃ  সাবেক সেনাসদস্যদের আবেদন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে, ধৈর্য ধরার পরামর্শ

উল্লেখ্য, রাসিকের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে তৃতীয় ব্যাচে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। চলতি মাসে আরো ৩টি ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে রাসিকের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী ও টিম লিডারগণ অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।