সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এর ইসিই অনুষদের উদ্যোগে “Nanotechnology: Small things matter and have power to transfer Energy, Health and the environment” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রুয়েট সিএসই সেমিনার রুমে সকাল ১১টায় সেমিনারে ইসিই অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ইইই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামিম আনোয়ার, সিএসই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল মামুন, ইটিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামাল হোসেন, ইসিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। সেমিনারে বিভিন্ন অনুষদের ডীন/দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
উক্ত সেমিনারে আমেরিকার কপিন স্টেট বিশ্ববিদ্যালয় এর ন্যানো টেকনলোজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন তাঁর গবেষণালব্ধ প্রবন্ধ Nanotechnology: Small things matter and have power to transfer Energy, Health and the environment উপস্থাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে আমেরিকার কপিন স্টেট বিশ্ববিদ্যালয় এর সাথে রুয়েটের MOU চুক্তি স্বাক্সরিত হয়। এসময় আমেরিকার কপিন স্টেট বিশ্ববিদ্যালয় এর পক্ষে আমেরিকার কপিন স্টেট বিশ্ববিদ্যালয় এর ন্যানো টেকনলোজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন এবং রুয়েটের পক্ষে রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি সম্পাদনের ফলে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে পারস্পারিক বোধাপড়া, শিক্ষা ও গবেষণার আদান প্রদান সহজতর হবে।
7