অনলাইন ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি ও কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তিনি প্রথমবারের মত রূপপুর প্রকল্প এলাকা আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন। এসময় পুলিশের আইজি বেনজীর আহমেদ, কয়েকজন সচিবসহ সরকারের উচ্চপদস্থ একটি দলসহ প্রকল্পের দেশি-বিদেশি কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। মন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে ঈশ্বরদী বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে সড়ক পথে সরাসরি রূপপুর প্রকল্পে যান তারা।
রূপপুর প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লি¬ষ্টদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। রূপপুর প্রকল্প নির্মাণ কাজ শুরুর পর এই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প পরিদর্শনে আসেন। বৈঠককালে তিনি প্রকল্পের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেন। রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন আলোচনা ও নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ফিরে যান বলে জানান তিনি।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তায় ঈশ্বরদী উপজেলায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরে নামার পর থেকে প্রকল্প এলাকায় প্রবেশ করার আগ পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়।
রূপপুর প্রকল্প পরিদর্শন ও বৈঠকের সময় মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন, সিনিয়র সচিব সেবা ও সুরক্ষা কামাল হোসেন, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির, সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, এনএসআই, ডিজিএফআই এর মহাপরিচালক এবং পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।
23