স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে নগরীর শহীদ এএইচএম কামরুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের জেলা ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
নতুন এই কমিটির সহ-সভাপতি হয়েছেন নিঘাত পারভীন। আর সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক। এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন- মো. লিয়াকত আলী, আখতারুজ্জামান আক্তার, মীর তৌফিক আলী ভাদু, সামাউন ইসলাম এবং আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণার পর রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, রেড ক্রিসেন্ট সব সময় মানুষের জন্য কাজ করে চলেছে। মানুষের পাশে থেকেছে। আজকের এই নতুন কমিটির নেতৃত্বে রেড ক্রিসেন্টের রাজশাহী জেলা ইউনিট আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্টের জেলা ও সিটি ইউনিটের কর্মকর্তা বাকি বিল্লাহ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের আজীবন সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, রেড ক্রিসেন্টের জেলা ইউনিটের যুবপ্রধান সাদিয়া সাবা অর্চি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়।