স্টাফ রির্পোটার : দীর্ঘ প্রায় দুই বছর পর রোগী নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে রাজশাহী মেডিকেলের গ্যারেজে থমকে থাকা অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেলে ভর্তি থাকা হৃদরোগে আক্রান্ত এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ওই অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। রোগীর স্বজনরা জানান, নওগাঁয় কর্মরত পুলিশ সদস্য লুৎফর রহমান বুকে ব্যথা নিয়ে বুধবার রাজশাহী মেডিকেলের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এ সময় তারা দীর্ঘ দিন অব্যবহৃত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স করে ঢাকায় নেয়ার চাহিদা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তা গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তবে অ্যাম্বুলেন্সটিতে একজন চিকিৎক ও নার্স থাকার কথা থাকলেও এখন পর্যন্ত চিকিৎসক নিয়োগ না হওয়ায় শুধুমাত্র একজন নার্স অ্যাম্বুলেন্সটিতে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে প্রায় দুই বছর ধরে অচল পড়ে আছে এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রাকাশ পায়। এরপর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। রামেক হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার আশরাফুল আলী জানান, এই দুই বছরে এই অ্যাম্বুলেন্সটি নিয়ে এটা আমাদের দ্বিতীয় যাত্রা। এর আগে একবার এক রোগীকে হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপরে থেকে পড়ে ছিলো। প্রতিদিন পরিচালক স্যারের নির্দেশে একবার করে গাড়িটি চালু করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শামীম ইয়াজদানী জানান, কিছুদিন আগে সরকারিভাবে আমরা নির্দেশনা পেয়েছি অন্য অ্যাম্বুলেন্সের মতই প্রতি কিলোমিটার ১০ টাকা করে এই অ্যাম্বুলেন্সেটির সেবা নিতে পারবে রোগীরা। আজ যে রোগীকে হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে তারাও এভাবে অ্যাম্বুলেন্সটি নিয়েছে। সাথে নার্স ও ড্রাইভারদের জন্য খরচ সবমিলে মোট ১৩ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বাইরে এই সেবা পেতে হলে ২৫ হাজার টাকার বেশি খরচ হবে। রোগীরা সেই সেবা পাচ্ছে ১৩ হাজার টাকায়।
2