নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:৫৩। ২ জুলাই, ২০২৫।

রোহিত-কোহলিদের শূন্যতা পূরণ হয়ে যাবে দাবি পন্টিংয়ের

জুন ৯, ২০২৫ ৫:০৯
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি বছরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের বিদায়ে ভারতীয় দলে শূন্যতা তৈরি হবে এটা ধারণা সকলেরই। তবে কোহলি ও রোহিত না থাকায় ভারত খুব বেশি ভুগবে বলে মনে করেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।

অস্ট্রেলিয়াকে অধিনায়ক হিসেবে দুই বিশ্বকাপ জেতা পন্টিং বলেন, ‘এটা সব সময়ই কঠিন ঔষধের মতো। টেস্ট ক্রিকেটে যারা এত দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে গেছে, সেসব ক্রিকেটারদের বদল খোঁজা। কিন্তু কোনো দেশ যদি তাদের শূন্যতা দ্রুত পূরণ করতে পারে, তাহলে সেটা ভারতই পারবে।’

আরও পড়ুনঃ  রাজধানীতে ১০ লাখ গাছ রোপণ করবে জামায়াত

এর পেছনে যুক্তিও দিয়েছেন অজি ক্রিকেট কিংবদন্তি, ‘তাদের দেশে প্রচুর প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। আমি প্রায় ১০ বছর ধরেই আইপিএলে দেখে আসছি, যে যশস্বী জসওয়ালের মতো ক্রিকেটাররা উঠে আসছে। আর তারা আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো পারফরমেন্স করছে।’

আরও পড়ুনঃ  চলতি অর্থবছরে প্রথমবারের মতো ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

নতুন টেস্ট অধিনায়ক গিলের নেতৃত্বে কোনো সমস্যা হবে না বলে মত পন্টিংয়ের, ‘আমার মনে হয় দক্ষতার বদল করাটা বা শূন্যতা ভরাট করাটা সম্ভব, যেটা ভারত করতে পারবে। তবে অভিজ্ঞতার অভাব কিন্তু তাদের টের পেতেই হবে। যদিও শুভমান গিলের মতো তরুণ অধিনায়কের পাশে লোকেশ রাহুল, বুমরাহ রয়েছেন। এই পরিস্থিতিতে বা ট্রানজিশন অধ্যায়টা ভারতই ভালোভাবে সামলাতে পারবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।