সংবাদ বিজ্ঞপ্তি : নগরীতে উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) উদ্যোগে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতায় পারিবারিক আইন বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) পবা উপজেলায় হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিনের সভাপতিত্বে করেন প্রধান অতিথি ছিলেন, ইউনিয়নের মেম্বার রেশমা বিবি।
এসময় সভায় আলোচনা করেন ব্লাস্ট এর আইনজীবী শাহিনুল হক মুন। এসময় তিনি পারিবারিক সচেতনতা নিয়ে আলোচনা করেন। তিনি পারিবারিক আইন, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন বিষয়ক আইন নিয়ে আলোচনা করেন।
তিনি আরও জানান, সুবিধা বঞ্চিত নারীদের ভয়, লজ্জা কাটিয়ে নিজ অধিকার আদায়ে আইনী সেবা গ্রহন করতে হবে। তিনি লফস এর সহায়তায় উক্ত এলাকায় ব্লাস্ট নির্যাতিত নারীদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করবে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাস এসিসটেন্ট সুলতানা রিজিয়া, স্থানীয় সমাজসেবী জরিনা বেগম এবং সচেতনতা সভার প্রায় ৪০ জন নারী।