নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৯:৫৭। ৮ জুলাই, ২০২৫।

লারার ৪০০ রানের রেকর্ড ভাঙা হলো না মুল্ডারের, ৪ সেশনেই ইনিংস ঘোষণা

জুলাই ৭, ২০২৫ ৬:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ব্রায়ান লারার রেকর্ডটি আরো একবার শঙ্কায় পড়েছিল! ক্যারিবিয়ান এই কিংবদন্তিকে টপকে যাওয়ার সুযোগ এসেছিল এবার উইয়েন মুল্ডারের সামনে। তবে প্রোটিয়া এই ব্যাটার হয়তোবা লারার সম্মানে রেকর্ড ভাঙার আগেই ইনিংস ঘোষণা করলেন! সবেমাত্র দ্বিতীয় দিনের এক সেশন শেষ হয়েছে। এমন সময় ইনিংস ঘোষণা করাটা অপ্রত্যাশিত ছিল। এমন সিদ্ধান্তে প্রোটিয়া অধিনায়ক নিজেই হাতছাড়া করলেন টেস্ট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার সম্ভাবনা।

২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে মুল্ডার। দিনের শুরু থেকেই ওয়ানডের মতো করে ব্যাটিং করেছেন। তাতে খুব বেশি সময় লাগেনি ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে। সবমিলিয়ে মাত্র ২৯৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

আরও পড়ুনঃ  ২৪২ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত

টেস্টে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন মুল্ডার। এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ব্যাটার ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এই দুজন ছাড়া তিনশর কম বলে ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি আর কেউই।

আরও পড়ুনঃ  আওয়ামী শাসনামলে তথাকথিত সুশীল সমাজ স্বৈরাচারের পদলেহন করেছে: অ্যাটর্নি জেনারেল

প্রোটিয়াদের মধ্যে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি পেলেন মুল্ডার। ২০১২ সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ রান করেছিলেন হাশিম আমলা। সেটাকে এবার ছাড়িয়ে গেলেন মুল্ডার। ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মুল্ডারের দখলে।

আরো একটা জায়গায় দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম মুল্ডারের এই ইনিংস। প্রথম প্রোটিয়া অধিনায়ক হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে গ্রায়েম স্মিথের করা ২৭৭ রান ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে আগের সর্বোচ্চ ইনিংস।

আরও পড়ুনঃ  ডেলিভারি বয় সেজে বাসায় ঢুকে ধর্ষণ, পরে বার্তা ‘আবার আসবো’

বুলাওয়েতে দ্বিতীয় দিনের লাঞ্চের পরই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তার আগে ৫ উইকেটে ৬২৬ রান তুলে প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৬৭ রান করেছেন মুল্ডার। এ ছাড়া ৮২ রান করেছেন ডেভিড বেডিংহ্যাম ও ৭৮ রান এসেছে লোহান ডে প্রিটোরিয়াসের ব্যাট থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।