নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:৫৭। ২ জুলাই, ২০২৫।

লাশের স্তূপের ঘটনায় পুলিশের চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত

সেপ্টেম্বর ২, ২০২৪ ৬:৩৫
Link Copied!

অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়া থানার সামনে একটি ভ্যানে লাশের স্তূপের ভিডিও ভাইরাল হওয়ার পর ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে এনসিপি নেতা সহ আহত ৬

পুলিশ সুপার এ সময় বলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক) সাজেদুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি যতদ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।

আরও পড়ুনঃ  পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১৬১৬ জন

উল্লেখ্য, গেলো শুক্রবার মরদেহ স্তূপাকারে ভ্যানে জমা করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দু’জন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে মরদেহ ভ্যানে নিক্ষেপ করছেন।

আরও পড়ুনঃ  মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, হাসপাতালে ফজর আলী, বাকি চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।