নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। ভোর ৫:৩২। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

লেনদেনের শীর্ষে ওষুধ খাত, পতন বেশি সিরামিক খাতে

সেপ্টেম্বর ৪, ২০২৫ ১০:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তা সত্ত্বেও ঢাকার এই পুঁজিবাজারে ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওষুধ ও রসায়ন খাত। তবে আজকের লেনদেনে সবচেয়ে পতন হয়েছে সিরামিক খাতে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ সূচকের পতনে ব্যাংক খাতের শেয়ারগুলো সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া এবং প্রিমিয়ার ব্যাংকের শেয়ার সূচকের পতনে বড় ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওষুধ ও রসায়ন খাত, যা ছিল ১৮০ কোটি ৮৭ লাখ টাকা। ব্যাংক খাতে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে, যার পরিমাণ ১৪৭ কোটি ৮১ লাখ টাকা। ১৪৪ কোটি ৩১ লাখ লেনদেনের মাধ্যমে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। এছাড়া তথ্য ও প্রযুক্তি খাতে ১২৮ কোটি ১৫ লাখ, বস্ত্র খাতে ১২০ কোটি ৯৪ লাখ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৭৬ কোটি ১৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

আরও পড়ুনঃ  একদলীয় শাসনব্যাবস্থার বিলুপ্তি ঘটাতে পিআর পদ্ধতি নির্বাচনের বিকল্প নেই: অধ্যক্ষ শাহাবুদ্দিন

আজ সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা খাতে, যা ছিল ৫ শতাংশ। এ ছাড়া, তথ্য ও প্রযুক্তি খাতে ২ দশমিক ৬ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ১ দশমিক ৯ শতাংশ, কাগজ ও মুদ্রন খাতে ১ দশমিক ৪ শতাংশ এবং সাধারণ বীমা খাতে ১ দশমিক ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

আরও পড়ুনঃ  বড়াল দখলদারদের তালিকা হলেও উচ্ছেদ হয় না

অন্যদিকে বৃহস্পতিবার সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে সিরামিক খাতে, যা ছিল ২ দশমিক ৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা টেলিযোগাযোগ খাতে নেতিবাচক রিটার্ন ছিল ১ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া, ব্যাংক খাতে ১ দশমিক ৩ শতাংশ, প্রকৌশল খাতে ১ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

একক কোম্পানি বিবেচনায় আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল সিটি ব্যাংক। এই ব্যাংকটির ৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অগ্নি সিস্টেম, আইটি কনসালটেন্ট, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা এবং লাভেলো আইসক্রিম।

আরও পড়ুনঃ  বাংলাদেশে চালু হচ্ছে ‘বিপ্লবী’ এআই-চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস

এদিকে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে, যা শতকরা হিসেবে ৯ দশমিক ৯৯ শতাংশ। এ ছাড়া, ধারাবাহিকভাবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, ই-জেনারেশন, সানলাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, সি এ পি এম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইডিএলসি ফাইন্যান্স, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ এবং সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেশি বেড়েছে।

বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে এইচআর টেক্সটাইল লিমিটেডের শেয়ারে, যা শতকরা হিসাবে ৮ দশমিক ৮২ শতাংশ। এছাড়া ধারবাহিকভাবে এফএএস ফিন্যান্স, সাফকো স্পিনিং, ফার্স্ট ফিন্যান্স এবং এসএসএস স্টিলের শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।