স্টাফ রিপোর্টার : প্রথম ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী রাজশাহী অঞ্চলের চার পৌরসভার মেয়র এবং ৪৮ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকালে রাজশাহী লোক প্রশাসন কেন্দ্রে তাদের শপথবাক্য পাঠন করান বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার।
যেসব মেয়র শপথ নিয়েছেন তারা হলেন- রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন, পাবনার চাটমোহর পৌরসভার মেয়র শাখাওয়াত হোসেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান।
এ ছাড়া শপথ নিয়েছেন ৪৮ জন নারী ও পুরুষ কাউন্সিলর।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, নাগরিকদের আশাপূরণ করা আপনাদের দায়িত্ব। আপনাদের তাদের পাশে থাকতে হবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলার প্রতি আপনাদের অনুগত থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক জিয়াউল হক, উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন প্রমুখ।
গত ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনের প্রথম দফায় রাজশাহী অঞ্চলের এই চার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।