নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:২১। ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

শহীদ কামারুজ্জামানের সমাধীতে রাকাব কর্মচারী সংসদের শ্রদ্ধা

জুলাই ১৬, ২০২৩ ১১:৪৩
Link Copied!

স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কর্মচারী সংসদের (সিবিএ) নতুন কমিটি। রোববার সকালে নগরীর কাদিরগঞ্জে শহীদের সমাধীতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া এ দিন রাকাব প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মৃত বৃদ্ধার পরিচয় সনাক্ত করলেন পিবিআই

এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, সহ-সভাপতি আসাদুজ্জামান মন্টু, রাকাব সিবিএ’র সভাপতি হাসিবুল ইসলাম, কার্যকরী সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মহাসড়কে কাভার্ড ভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।