নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৫২। ১৬ জুলাই, ২০২৫।

শহীদ কামারুজ্জামানের সমাধীতে রাকাব কর্মচারী সংসদের শ্রদ্ধা

জুলাই ১৬, ২০২৩ ১১:৪৩
Link Copied!

স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কর্মচারী সংসদের (সিবিএ) নতুন কমিটি। রোববার সকালে নগরীর কাদিরগঞ্জে শহীদের সমাধীতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া এ দিন রাকাব প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও পড়ুনঃ  স্বার্থ সংরক্ষণ কমিটির স্মারকলিপি, রাজশাহীর উন্নয়নে ৩৮ দফা দাবি

এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, সহ-সভাপতি আসাদুজ্জামান মন্টু, রাকাব সিবিএ’র সভাপতি হাসিবুল ইসলাম, কার্যকরী সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ‘প্রকৌশলীদের কাজ পাবলিক সেফ্টি নিশ্চিত করা’: রুয়েট উপাচার্য

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।